দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে লালমোহন উপজেলায় গত পহেলা নভেম্বর ২০২৪ পালিত হল জাতীয় যুব দিবস। সকালে বর্ণাঢ্য যুব র্যালির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তৌহিদুল ইসলাম। জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে সভাপতি যুবদের শপথ পাঠ করান। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব খলিলুর রহমান ইমন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপন, অফিসার ইনচার্জ লালমোহন মোঃ সিরাজুল ইসলাম, আত্মকর্মী যুব মোঃ নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক নাহিদ ফরাজী। সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, কর্মচারীবৃন্দ, যুব ও যুব নারী, ঋনি, বিভিন্ন যুব সংগঠনের সদস্য বৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। আলোচনা সভা শেষ প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র, প্রশিক্ষণ উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়।