বেকার যুব ও যুব নারীদের আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে লালমোহন উপজেলায় সাত দিনব্যাপী পারিবারিক হাঁস মুরগি পালন বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ (৩য় ব্যাচ) শুরু হয়েছে। লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের এম নাজিউর রহমান স:প্রা: বিদ্যালয়ে ৩০ জন যুব ও যুব নারীকে এই প্রশিক্ষণ দেয়া হবে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, লালমোহন কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন লালমোহন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: তৌহিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব খলিলুর রহমান ইমন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জনাব রাইসুল ইসলাম, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব আবুল বাসার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস